জনপ্রিয় ভিডিও শেয়ারিং অ্যাপ ইউটিউবে যাদের চ্যানেল আছে, এখন থেকে তারা সেটির নাম ও প্রফাইল ছবি পরিবর্তন করতে পারবেন। শুক্রবার (২৩ এপ্রিল) নতুন এই সুযোগ চালু করেছে অ্যাপটি।
এর আগে ইউটিউব চ্যানেলের নাম পরিবর্তনের কোনো সুযোগ ছিল না।। গুগল অ্যাকাউন্টে যে নাম দেওয়া ছিল, সেটিই রাখতে হতো।
নতুন এই সুযোগ ইউটিউব চ্যানেল ক্রিয়েটরদের জন্য সহায়ক হবে। চ্যানেলের নামের কারণে এতে নতুন করে কোনো গুগল অ্যাকাউন্ট খুলতে হবে না। তবে চ্যানেলের নাম পরিবর্তন করলে যাদের ভেরিফিকেশন ব্যাজ আছে, তা থাকছে না। সেটি চলে যবে। এ জন্য তাদের নতুন করে আবেদন করতে হবে। কাজেই যাদের ইতিমধ্যে ব্যাজ আছে, তাদের জন্য কিছুটা বিরক্তি তৈরি করবে।
কাজেই ব্যক্তিগত ইউটিউবার ও ব্র্যান্ড অ্যাকাউন্টগুলো এখনই তাদের নাম পরিবর্তন করতে পারবে।
যেভাবে ইউটিউব চ্যানেলের নাম বদলাবেন-
ডেস্কটপে ইউটিউব স্টুডিও খুলবেন। এরপর চলে যান মেন্যুবারে, সেখান থেকে কাস্টমাইজেশন সিলেক্ট করুন। এরপর বেসিক ইনফো সিলেক্ট করবেন। সবশেষে চ্যানেলের নাম বদলাতে পেন্সিল আইকনে ক্লিক করুন।
আর মোবাইলে ‘ইউর চ্যানেলে’ ক্লিক করুন। এডিট চ্যানেল সিলেক্ট করুন এবং প্রফাইল নাম বদলাতে পেন্সিল আইকনে ক্লিক করুন।
সূত্র: দ্য ভার্জ