নকলা (শেরপুর) প্রতিনিধি:
করোনা ভাইরাস কোভিট (১৯) এর ২য় ঢেউ মোকাবেলায় মুসুল্লিদের পরিস্কার পরিছন্ন রাখতে সুরক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে।
৮ মে শনিবার দুপুরের দিকে সরকারি নির্দেশনা মোতাবেক শারীরিক দূরত্ব বজায় রেখে পৌরসভার মেয়র হাফিজুর রহমান লিটনের সভাপতিত্বে সংক্ষিপ্ত পরিসরে সুরক্ষা সামগ্রী বিতরণের আয়োজন করা হয়।
সুরক্ষা সামগ্রী বিতরণের সময় পৌরসভার সচিব মো. মনিরুল হাসান, কাউন্সিলর মো. সারোয়ার আলম, মো. জরিফ হোসেন, নূরে আলম সিদ্দিক ও মো. জিয়াউল হকসহ অন্যান্য কাউন্সিলরগন, হিসাব রক্ষক মো. ফেরদৌসুর রহমান, সহকারী কর আদায় কারী মো. মোশাররফ হোসেন, লাইসেন্স পরিদর্শক মাসুদ রানা, টিকাদান সুপার ভাইজার মুকলেছুর রহমান, স্বাস্থ্য সহকারী জান্নাতুল ফেরদৌস সৌরভসহ অন্যান্য কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।