দেশে ১ কোটি পশু কোরবানি: প্রাণিসম্পদ মন্ত্রণালয়

জাতীয় স্লাইড

জুলাই ১২, ২০২২ ৯:৩৮ পূর্বাহ্ণ

পবিত্র ঈদুল আজহায় সারাদেশে প্রায় ১ কোটি পশু কোরবানি হয়েছে বলে জানিয়েছে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়।

সোমবার মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. ইফতেখার হোসেনের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে জানানো হয়, এ বছর পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সারাদেশে কোরবানিকৃত গবাদিপশুর সংখ্যা ৯৯ লাখ ৫০ হাজার ৭৬৩টি। এর মধ্যে গরু, ছাগল, ভেড়া ও উট ছিল।

উল্লেখ্য, ঈদের আগে মন্ত্রণালয় জানায়, এবার কোরবানির জন্য ১ কোটি ২১ লাখ ২৪ হাজার ৩৮৯টি পশু প্রস্তুত করা হয়েছে। আর প্রাণিসম্পদ অধিদফতরের তথ্যমতে, গত বছর কোরবানিযোগ্য পশুর সংখ্যা ছিল ১ কোটি ১৯ লাখ ১৬ হাজার ৭৬৫টি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *