দক্ষিণ আফ্রিকার পথে উড়াল দিলো জ্যোতিরা

দক্ষিণ আফ্রিকার পথে উড়াল দিলো জ্যোতিরা

খেলা

জানুয়ারি ২৪, ২০২৩ ৯:৫৮ পূর্বাহ্ণ

টি-টোয়েন্টি বিশ্বকাপে সবশেষ বাংলাদেশ জিতেছে ২০১৪ সালে। এরপর তিনটি বিশ্বকাপে কোনো জয়ের মুখ দেখেনি লাল সবুজের মেয়েরা। এবার নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে সেই খরা কাটাতে চায় বাংলাদেশ নারী ক্রিকেট দল।

বিশ্বকাপে খেলার জন্য দেশ ছাড়ার আগে এমনটাই জানান অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। এবারের আসর বসবে দক্ষিণ আফ্রিকায়। বাংলাদেশ দল সোমবার সন্ধ্যা সাড়ে ৬টায় ঢাকা ত্যাগ করে।

এর আগে জ্যোতি বলেন,‘আমাদের এবারের দলটা খুবই ভারসাম্যপূর্ণ হয়েছে। অনেক তরুণী প্রতিভাবান ক্রিকেটারদের দলে নেওয়া হয়েছে। এর সাথে অনেক অভিজ্ঞ ক্রিকেটাররাও আছেন। আমি অনেক আশাবাদী এই দল নিয়ে। দেশবাসীর কাছে আমি দোয়াপ্রার্থী। আমরা যেন সেখানে গিয়ে ভালো খেলতে পারি এবং অবশ্যই দেশের জন্য সম্মান বয়ে নিয়ে আসতে পারি।’

দুই গ্রুপে ভাগ হয়ে ১০ দল নিয়ে হবে এবারের বিশ্বকাপ। বাংলাদেশ পড়েছে ‘এ’ গ্রুপে। বাকি দলগুলো হলো অস্ট্রেলিয়া, নিউ জিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা ও শ্রীলংকা।

বাংলাদেশের প্রথম ম্যাচ শ্রীলংকার বিপক্ষে ১২ ফেব্রুয়ারি। এছাড়া অস্ট্রেলিয়ার বিপক্ষে ১৪ ফেব্রুয়ারি ও নিউজিল্যান্ডের বিপক্ষে ১৭ ফেব্রুয়ারি মাঠে নামবে বাংলাদেশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *