করোনাভাইরাসে বিধ্বস্ত ভারতকে সহায়তার হাত বাড়িয়ে দেয়ায় তুরস্ককে ধন্যবাদ জানিয়েছে দেশটি। সম্প্রতি ভারতকে চিকিৎসা সরঞ্জাম পাঠায় তুরস্ক।
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র অরিন্দম বাগচি বলেন, ‘তুরস্ক সরকারের কাছ থেকে এই সহায়তার প্রশংসা করছি।’
মঙ্গলবার (২৫ মে) আঙ্কারা থেকে তুরস্কের সেনাবাহিনীর দুটি বিমান চিকিৎসা সরঞ্জাম নিয়ে ভারতের উদ্দেশে রওনা হয়। বিমান দুটিতে ছিল ৬৩০টি অক্সিজেন টিউব, ৫টি অক্সিজেন জেনারেটর, ৫০টি ভেন্টিলেটর ও ৫০ হাজার বক্স ওষুধ।
অরিন্দম বলেন, ‘আমরা চিকিৎসা সরঞ্জাম পাঠানোয় তুরস্ককে ধন্যবাদ জানাচ্ছি।’
এক টুইটবার্তায় তুরস্কে নিয়োজিত ভারতের রাষ্ট্রদূত সঞ্জয় পন্ডিত বলেন, চিকিৎসা সরঞ্জামগুলো খুবই গুরুত্বপূর্ণ।
তিনি আরও বলেন, ‘এই কঠিন সময়ে ভারতের পাশে দাঁড়ানোয় তুরস্ককে ধন্যবাদ।’
তুর্কি প্রেসিডেন্টে কার্যালয়ের মুখপাত্র ইব্রাহিম খলিল বলেন, করোনাভাইরাস মোকাবিলায় বিশ্ব সম্প্রদায়কে সহায়তা করে যাচ্ছে তুরস্ক।
তিনি বলেন, ‘কঠিন মুহূর্তে ভারতের জনগণের পাশে দাঁড়াতে পেরে আমরা গর্বিত।’
তুর্কি রেড ক্রিসেন্টের প্রধান ইব্রাহিম আলতান বলেন, তারা তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের নির্দেশে চিকিৎসা সরঞ্জামগুলো পাঠিয়েছেন।
করোনায় যুক্তরাষ্ট্রের পর সবচেয়ে ক্ষতিগ্রস্ত রাষ্ট্র ভারত। আক্রান্তে দ্বিতীয় ও মৃত্যুতে তৃতীয় অবস্থানে থাকা ভারতে এখন পর্যন্ত মোট সংক্রমিত হয়েছেন ২ কোটি ৭৩ লাখ ৬৭ হাজার ৯৩৫ জন এবং এখন পর্যন্ত মোট মৃত্যু হয়েছে ৩ লাখ ১৫ হাজার ২৬৩ জনের।