স্পোর্টস ডেস্ক: আর্জেন্টিনার সংবাদমাধ্যম ‘দিয়ারিও ওলে’কে সম্প্রতি সাক্ষাৎকার দিয়েছেন বার্সেলোনার প্রাণভোমরা লিওনেল মেসি। অসাধারণ জার্সি সংগ্রহের ব্যাপারেও কথা বলেছেন সেখানে।
সম্প্রীতিস্বরূপ ম্যাচ শেষে প্রতিপক্ষের সঙ্গে জার্সি বদল করার একটা রীতি আছে। সেসব জার্সি যত্ন করেই সংরক্ষণ করেছেন মেসি। মেসির বাড়ি যেন এখন জার্সির সংগ্রহশালা। সেই সংগ্রহশালায় আছে তান ইব্রাহিমোভিচ থেকে শুরু করে পিকে, সুয়ারেজ, টট্টি, ফ্যাব্রিগাস কিংবা দানি আলভেস, ইকার ক্যাসিয়াস, রাউল গঞ্জালেস, ডেকো, আলেসান্দ্রো দেল পিয়েরো-সবার জার্সি।
তবে শুক্রবার (২১ মে) প্রকাশিত হওয়া ওই সাক্ষাৎকারে মেসি জানান, এমন কিছু খেলোয়াড় আছেন, যাদের জার্সি সংগ্রহে না থাকা তাকে পোড়ায়। তাদের মধ্যে একজন হলেন রোনালদো। তবে, ক্রিস্টিয়ানো রোনালদো নন। ব্রাজিলের বিশ্বকাপজয়ী সাবেক স্ট্রাইকার রোনালদোর জার্সি না থাকার ব্যাপারটা মানতেই পারেন না মেসি।