জাতীয় ফল মেলার সময় ২ দিন বাড়ল

অর্থনীতি স্লাইড

জুন ১৯, ২০২২ ৮:৩৩ পূর্বাহ্ণ

জাতীয় ফল মেলার সময় ২ দিন বাড়ানো হয়েছে। মেলা চলবে সোমবার পর্যন্ত।

গত বৃহস্পতিবার (১৬ জুন) রাজধানীর খামারবাড়িতে কৃষিবিদ ইনস্টিটিউশন (কেআইবি) চত্বরে এ ফল মেলা শুরু হয়েছিল। সেদিন সকালে মেলার উদ্বোধন করেন কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক।

ফল মেলার এবারের প্রতিপাদ্য হলো ‘বছরব্যাপী ফল চাষে, অর্থ পুষ্টি দুই-ই আসে’।

মেলা প্রতিদিন সকাল ৯টা থেকে রাত ৯টা পর্যন্ত সর্বসাধারণের জন্য উন্মুক্ত রয়েছে। মেলায় আগত দর্শনার্থীরা ফল চাষের বিভিন্ন প্রযুক্তি সম্পর্কে জানতে এবং রাসায়নিকমুক্ত বিভিন্ন জাতের ফল ক্রয় করতে পারছেন। সরকারি ও বেসরকারি মিলে ৬৭টি প্রতিষ্ঠান মেলায় অংশগ্রহণ করছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *