গুরুত্বপূর্ণ নদী পার হলো সেনারা, ইউক্রেনের নজর এবার দোনবাসে

আন্তর্জাতিক

সেপ্টেম্বর ২০, ২০২২ ৮:৪৯ পূর্বাহ্ণ

ইউক্রেনের সেনাবাহিনী সোমবার জানিয়েছে, তাদের সেনারা গুরুত্বপূর্ণ ওসকিল নদী পার হয়েছে। এখন তারা পূর্ব দোনবাসে পাল্টা আক্রমণ চালানোর প্রস্তুতি নিচ্ছে। এর মাধ্যমে দোনবাসকে দখলমুক্ত করা হবে।

ইউক্রেনে হামলা করার পর রাশিয়া ঘোষণা দেয় দোনবাসকে ইউক্রেনের কাছ থেকে স্বাধীন করবে তারা।

সেই ঘোষণা অনুযায়ী দোনবাসের বেশিরভাগ অঞ্চল দখল করে নেয় তারা। সঙ্গে পাশ্ববর্তী অঞ্চল খারকিভও দখল করেছিল তারা।

কিন্তু কয়েকদিন আগে খারকিভ ছেড়ে চলে যেতে বাধ্য হয়েছে রুশ সেনারা।

খারকিভবে দখলমুক্ত করার পর ইউক্রেনের সেনারা দোনবাসের দিকে নজর দিয়েছে।

ইউক্রেনের সেনারা যে গুরুত্বপূর্ণ ওসকিল নদী পার হয়েছে সেটি দক্ষিণ দিকের সেভেরস্কি দোনেৎস্তের মধ্য দিয়ে একেবেঁকে দোনবাসের ভেতর চলে গেছে।

ইউক্রেনের সেনাবাহিনী বলেছে, আমাদের সেনারা ওসকিল নদীর ভেতর ঢুকে গেছে। গতকাল থেকে নদীর পূর্ব দিকের দখল আমাদের হাতে রয়েছে।

দোনবাসের লুহানেস্কের নির্বাসিত মেয়র সেরহি হাইদাই টেলিগ্রামে লিখেছেন, দরজার অপরপ্রান্তে রয়েছে লুহানেস্ক। দখলদারমুক্ত হওয়া থেকে খুব দূরে নেই।

এদিকে এর আগে রাশিয়ার নিয়োগকৃত প্রশাসন সোমবার জানায় দোনবাসের দোনেৎস্কে গোলাবর্ষণে ১৩ জন নিহত হয়েছে। এ হামলা ইউক্রেনের সেনারা চালিয়েছে।

সূত্র: আল জাজিরা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *