করোনা আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় আরও ৫৬ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে করোনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১১ হাজার ৯৩৪ জনে।
একই সময়ে নতুন রোগী হিসেবে শনাক্ত হয়েছেন আরও এক হাজার ৩৮৬ জন। সবমিলিয়ে দেশে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা এখন সাত লাখ ৭৩ হাজার ৫৭৩।
রোববার (০৯ মে) স্বাস্থ্য অধিদফতরের করোনাবিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, ২৪ ঘন্টায় সুস্থ হয়েছেন তিন হাজার ৩২৯ জন। এতে দেশে মোট সুস্থ হয়েছেন সাত লাখ দশ হাজার ১৬২ জন।