এক নজরে ২০২২-২০২৩ অর্থবছরের প্রস্তাবিত বাজেট

অর্থনীতি স্লাইড

জুন ১১, ২০২২ ২:১০ অপরাহ্ণ

আসন্ন ২০২২-২০২৩ অর্থবছরে ৬ লাখ ৭৮ হাজার ৬৪ কোটি টাকার প্রস্তাবিত বাজেট পেশ করেছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

বৃহস্পতিবার বিকেলে ৩টায় জাতীয় সংসদে অর্থমন্ত্রীর প্রস্তাবিত বাজেটের আকার চলতি ২০২১-২০২২ অর্থ বছরের প্রস্তাবিত বাজেটের তুলনায় ৭৪ হাজার ৩৮৩ কোটি টাকা বেশি। আর সংশোধিত বাজেটের তুলনায় ৮৪ হাজার ৫৬৪ কোটি টাকা বেশি।

প্রস্তাবিত বাজেটের মূল প্রতিপাদ্য– ‘কোভিডের অভিঘাত পেরিয়ে উন্নয়নের ধারাবাহিকতায় প্রত্যাবর্তন’।

চলতি ২০২১-২০২২ অর্থ বছরের প্রস্তাবিত বাজেটের আকার ছিল ৬ লাখ ৩ হাজার ৬৮১ কোটি টাকা।

এক নজরে বাজেট:

বাজেটের আকার : ৬ লাখ ৭৮ হাজার ৬৪ কোটি টাকা।

রাজস্ব আয় প্রাক্কলন : ৪ লাখ ৩৩ হাজার কোটি টাকা।

এনবিআরের লক্ষ্যমাত্রা : ৩ লাখ ৭০ হাজার কোটি টাকা।

এনবিআর বহির্ভূত কর : ১৮ হাজার কোটি টাকা।

করছাড় প্রাপ্তি : ৪৩ হাজার কোটি টাকা।

বৈদেশিক অনুদান : ৩ হাজার ২৭১কোটি টাকা।

বাজেট ঘাটতি : ২ লাখ ৪৫ হাজার ৬৮১ কোটি টাকা।

এডিপিতে বরাদ্দ : ২ লাখ ৪৬ হাজার ৬৬ কোটি টাকা।

উন্নয়ন ব্যয়: ২ লাখ ৫৯ হাজার ৬১৭ কোটি টাকা।

প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা : ৭ দশমিক ৫ শতাংশ।

মূল্যস্ফীতির লক্ষ্যমাত্রা : ৫ দশমিক ৬ শতাংশ।

ঘাটতি অর্থায়ন:

অভ্যন্তরীণ উৎস : ২ লাখ ৪১ হাজার ৭৯৩ কোটি টাকা।

ব্যাংক ব্যবস্থা থেকে : ১ লাখ  ৬ হাজার ৩৩৪ কোটি টাকা।

ব্যাংক বহির্ভূত ঋণ: ৪০ হাজার ১ কোটি টাকা।

সঞ্চয়পত্র থেকে ঋণ : ৩৫ হাজার কোটি টাকা।

বৈদেশিক উৎস থেকে ঋণ : ৯৫ হাজার ৪৫৮ কোটি টাকা।

করমুক্ত বার্ষিক আয়সীমা : ৩ লাখ টাকা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *