এপ্রিল ২৩, ২০২১ ৯:৫৫ পূর্বাহ্ণ
এই প্রজন্মের সেরা ভার্সেটাইল অভিনেত্রী হিসাবে পরিচিত মেহজাবিন চৌধুরী। করোনায় লকডাউনের কারণে আপাতত কাজ করা থেকে বিরত আছেন তিনি।
তবে লকডাউনের আগেই চারটি ঈদের নাটকে অভিনয় করেছেন। এগুলো হচ্ছে অপূর্বর বিপরীতে মিজানুর রহমান আরিয়ানের ‘ভাগ্যক্রমে’, নিশোর বিপরীতে মাহমুদুর রহমান হিমির ‘মারুন’, ‘দ্বিতীয় সূচনা’ এবং তাহসানের বিপরীতে ভিকি জাহেদের পরিচালনায় ‘ক্রেডিট শো নাটক’।
এসব নাটকে অভিনয় প্রসঙ্গে মেহজাবিন চৌধুরী বলেন, ‘এখন পর্যন্ত যে চারটি নাটকে কাজ করেছি তার মধ্যে কোনটি বেশি ভালো সেটা আসলে বলা খুব কঠিন।
কারণ দর্শকের রুচিবোধ আলাদা। তাই প্রচারের পর দর্শকই সিদ্ধান্ত নেবেন কোনটা ভালো হয়েছে।’ এদিকে লকডাউনের মধ্যে বা এরপর ঈদের কোনো নাটকে কাজ করবেন কি না জানতে চাইলে তিনি বলেন, ‘করোনার সার্বিক পরিস্থিতি এখন যেমন এ অবস্থায় কোন কাজ করছি না। আগামীতে যদি পরিস্থিতি কিছুটা ভালো হয়, তাহলে ভেবে দেখব।’