ইজতেমায় জুমার ইমামতি করবেন মাওলানা জুবায়ের

ইজতেমায় জুমার ইমামতি করবেন মাওলানা জুবায়ের

ধর্ম স্লাইড

জানুয়ারি ১৩, ২০২৩ ১:১১ অপরাহ্ণ

ধর্মীয় ভাবগম্ভীর পরিবেশে টঙ্গীর তুরাগ নদের তীরে ফজরের নামাজের পর পাকিস্তানের মাওলানা জিয়াউল হকের আমবয়ানের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে বিশ্ব ইজতেমা।

শুক্রবার দুপুর দেড়টায় ইজতেমা মাঠে জুমার নামাজ পড়াবেন বাংলাদেশের মাওলানা জুবায়ের।

ইজতেমাকে ঘিরে গত মঙ্গলবার থেকেই মুসল্লিরা আসতে থাকেন। সবচেয়ে বেশি মুসল্লি আসেন বৃহস্পতিবার। বিকেলের মধ্যে ভরে যায় ইজতেমা মাঠ। এর মধ্যে আজ ইজতেমার জামাতের সঙ্গে জুমার নামাজে যোগ দিতে রাজধানী ঢাকা ও তার আশপাশের এলাকার মুসল্লিরা আসছেন দলে দলে।

দেশ-বিদেশের লাখ লাখ ধর্মপ্রাণ মুসলমানের উপস্থিতিতে ইবাদত, বন্দেগি, জিকির-আসকার আর আল্লাহু আকবর ধ্বনিতে মুখর কহর দরিয়াখ্যাত টঙ্গীর তুরাগপাড়ের বিশ্ব ইজতেমা ময়দান।

ইজতেমাকে কেন্দ্র করে বিশেষ নিরাপত্তাব্যবস্থা জোরদার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। তিনটি আলাদা সেক্টরে কাজ করছেন প্রায় ১০ হাজার পুলিশ সদস্য। এছাড়া ইজতেমার মাঠ ঘিরে আছেন র‌্যাব, বিজিবি ও আনসার সদস্যরা। পুলিশের নিজস্ব ১৪টি ওয়াচ টাওয়ারসহ র‌্যাবের নিজস্ব ওয়াচ টাওয়ার থেকে পর্যবেক্ষণ করা হচ্ছে পুরো ইজতেমাকে। মাঠের চারপাশে স্থাপন করা হয়েছে অসংখ্য সিসিটিভি ক্যামেরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *