আন্তর্জাতিক টি-২০ কে বিদায় বললেন তামিম ইকবাল

খেলা স্লাইড

জুলাই ১৭, ২০২২ ৯:১৯ পূর্বাহ্ণ

আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটকে বিদায় জানালেন টাইগার ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল।

বাংলাদেশ সময় রোববার রাতে উইন্ডিজকে ওয়ানডেতে হোয়াইটওয়াশ করার পর নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এ সিদ্ধান্তের কথা জানান দেশসেরা এ ব্যাটার।

ফেসবুকে তামিম লেখেন, ‘আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে আজকে থেকে আমাকে অবসরপ্রাপ্ত হিসেবে বিবেচনা করুন। ধন্যবাদ সবাইকে।’

২০২০ সালের পর আন্তর্জাতিক টি-২০ তে মাঠে নামা হয়নি দেশসেরা এ ওপেনারের। এরপর অনেক বারই টি-২০ সিরিজ থেকে প্রত্যাহার করে নিয়েছিলেন নিজের নাম। ইনজুরির কারণে দীর্ঘদিন মাঠের বাইরে থাকায় সবশেষ টি-২০ বিশ্বকাপে খেলবেন না বলেই সিদ্ধান্ত নেন তামিম।

২০২২ এর জানুয়ারিতে বিপিএল চলাকালীন সংবাদমাধ্যমে জানান, ছয় মাসের জন্য আন্তর্জাতিক টি-২০ থেকে দূরে থাকছে চান তামিম। যদিও এর মাঝে বেশ কয়েকবার কানাঘুঁষা চলেছে এবং তামিমও মাসখানেক আগে জানিয়েছেন তার সিদ্ধান্তের ব্যাপারে বোর্ড ভালো ভাবেই অবগত। এই বিষয়ে কথা বাড়াতে রাজি নন আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের জার্সিতে সর্বোচ্চ রান সংগ্রাহক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *