স্পোর্টস ডেস্ক: আইসিসি ওয়ানডে ওয়ার্ল্ডকাপ সুপার লিগের তিন ম্যাচ খেলতে রোববার (১৬ মে) সকালে বাংলাদেশে পৌঁছেছে শ্রীলঙ্কা ক্রিকেট দল। এরপর কোয়ারেন্টাইনে ছিল লঙ্কানরা। তিন দিনের কোয়ারেন্টাইন শেষে সরকারের বিশেষ অনুমতিতে আজ বুধবার (১৯ মে) থেকে অনুশীলন করবে সফররত শ্রীলঙ্কা ক্রিকেট দল।
মিরপুর একাডেমি মাঠে অনুশীলন করবেন লঙ্কানরা। তবে করোনার কারণে অনুশীলনে নেট বোলার পাবেন না সফরকারীরা। ১৯ এবং ২০ দুই দিন মিরপুরে অনুশীলন করবেন লঙ্কান ক্রিকেটাররা।
এরপর ২১ এবং ২২ মে দুটি প্রস্তুতি ম্যাচ খেলবেন তারা। সফরকালে সব সময় স্বাগতিক কোনো দলের সঙ্গে প্রস্তুতি ম্যাচ খেলে থাকলেও, এবার করোনার কারণে লঙ্কানদের প্রস্তুতি ম্যাচ খেলতে হবে নিজেদের মাঝে ভাগ হয়ে।
বিকেএসপিতে অনুষ্ঠিত হবে ২টি প্রস্তুতি ম্যাচ। সেখানে বাংলাদেশও আলাদা ২টি প্রস্তুতি ম্যাচ খেলবে। ২২ মে আবারও করোনা টেস্ট করা হবে ক্রিকেটারদের। এরপর ২৩ মে প্রথম ওয়ানডেতে মুখোমুখি হবে দু’দল।