ডেস্ক রিপোর্ট: করোনা পরিস্থিতিতে কঠোর স্বাস্থ্যবিধি প্রতিপালন সাপেক্ষে আজ শুক্রবার (৯ এপ্রিল) থেকে খোলা হচ্ছে সারাদেশের দোকানপাট ও শপিংমল। সরকারের সিদ্ধান্ত অনুযায়ী সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত দোকানপাট ও শপিংমল খোলা থাকবে।
বৃহস্পতিবার (৮ এপ্রিল) এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করে মন্ত্রিপরিষদ বিভাগ।
জারি করা প্রজ্ঞাপনে বলা হয়, শুক্রবার থেকে ১৩ এপ্রিল পর্যন্ত সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত সারাদেশে দোকানপাট ও শপিংমল খোলা রাখা যাবে। তবে এ ক্ষেত্রে কঠোর স্বাস্থ্যবিধি প্রতিপালন করতে হবে। স্বাস্থ্যবিধি প্রতিপালন না করা হলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।
এছাড়া ভ্যাকসিনের কার্যক্রম যথারীতি চলমান থাকবে বলেও প্রজ্ঞাপনে জানানো হয়।